ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের দেওয়া ১৪৮ রানের লক্ষে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ১৬ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ফরম্যাট, ভেন্যু কিংবা প্রতিপক্ষ বদলালেও, ব্যাটিং ব্যর্থতা কোনোভাবেই পিছু ছাড়ছে বাংলাদেশের।  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছে টাইগাররা। ব্যাটারদের ছন্দহীনতা ও ক্যারিবীয়দের বোলিং তোপে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই আটকে গেল দেড় শ রানেরও কমে। টসের সময় লিটন বলেছিলেন এই উইকেটে ১৮০ রানের মতো করতে চান। কিন্তু ১৪৭ রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস। 

জবাবে ১৪৮রানের লক্ষ্য নিয়ে এখন ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ ওভারে ৫ উইকেটে ৫১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। 

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের আর্নেস ভেলে স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে সবচেয়ে বেশি ৪৩ রান করেছেন সৌম্য সরকার।

টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভমান পাওয়েল। ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। প্রথম দুই ওভারেই তারা তুলে নেন ১৫ রান। তবে পরের ওভারেই ভেঙে যায় এই জুটি। ১১ বলে মাত্র ৬ রান করে আকিল হোসেইনের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম। তার বিদায়ে ১৫ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

পরের বলে লিটন দাস আকিলকেই ক্যাচ দিয়ে আউট হন। পাওয়ার প্লের শেষ ওভারে আফিফ হোসেনকেও হারায় বাংলাদেশ। রোস্টন চেজের বলে রিভার্স সুইপ করতে গিয়ে সোজা থার্ড ম্যানে আকিল হোসেনকে ক্যাচ দেন ৮ রান করা আফিফ। ফিরতে পারতেন সৌম্যও। তবে রিভিউ নিয়ে বাঁচেন তিনি। চেজের বলে সৌম্যকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিলে দেখা যায় বল সৌম্যের ব্যাটে লাগেনি।

৩০ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন সৌম্য সরকার ও জাকের আলী অনিক। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কিছুটা উঠতে থাকে বাংলাদেশ। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান রোমারিও শেফার্ড। রোমারিও শেফার্ডের বলে রভম্যান পাওয়েলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান জাকের। আউট হওয়ার আগে করেন ২৭ বলে ২৭ রান। তার বিদায়ে ভাঙে ৫৭ রানের জুটি।

জাকেরের বিদায়ের পর সাজঘরে ফিরে যান একপ্রান্ত আগলে রাখা সৌম্য সরকার। ৩২ বলে ৪৩ রান করে ওবেড ম্যাককয়ের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তার বিদায়ে ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপরেই জুটি গড়েন শামীম হোসেন পাটোয়ারী ও শেখ মেহেদী হাসান। ষষ্ঠ উইকেটে এই জুটির ৪৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১৪৮ রান।


এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি